Only for Admin

Robindranath Tagore (রবীন্দ্রনাথ ঠাকুর)

রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর (৭ই মে, ১৮৬১ - ৭ই আগস্ট, ১৯৪১) (২৫ বৈশাখ, ১২৬৮ - ২২ শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী দার্শনিক।তাঁকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়।রবীন্দ্রনাথকে গুরুদেব, কবিগুরু বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয়।রবীন্দ্রনাথের ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস ৩৬টি প্রবন্ধ অন্যান্য গদ্যসংকলনতাঁর জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়। তাঁর সর্বমোট ৯৫টি ছোটগল্প ১৯১৫টি গান[১০] যথাক্রমে গল্পগুচ্ছ গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা ৩২ খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে।[রবীন্দ্রনাথের যাবতীয় পত্রসাহিত্য উনিশ খণ্ডে চিঠিপত্র চারটি পৃথক গ্রন্থে প্রকাশিত।এছাড়া তিনি প্রায় দুই হাজার ছবি এঁকেছিলেন।রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
১৮৮৩ সালের ডিসেম্বর রবীন্দ্রনাথের বিয়ে হয় মৃণালিনী দেবী রায়চৌধুরীর সঙ্গে। তিনি বাংলাদেশের খুলনার বেণীমাধব রায়চৌধুরীর মেয়ে। রবীন্দ্রনাথ মৃণালিনী দেবীর দুই পুত্র এবং তিন কন্যা ছিল। বিয়ের অল্পকাল পরেই পিতার বিপুল কর্মের কিছু দায়িত্ব এসে পড়ে রবীন্দ্রনাথের ওপর। তিনি ছিলেন মহর্ষির আদি ব্রাহ্মসমাজের সম্পাদক। ব্রাহ্মসমাজে তখন নানারকম দ্বিধা অনিশ্চয়তা বিরাজ করছিল। সে যুগের কলকাতার ধর্মান্দোলনের সময় তরুণ রবীন্দ্রনাথ নিষ্ঠার সঙ্গে তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালন করেন।
পরে রবীন্দ্রনাথের জীবনে শুরু হয় আর এক অধ্যায়। ১৮৯০ সালের সেপ্টেম্বরে তিনি সত্যেন্দ্রনাথের সঙ্গে দ্বিতীয় বার বিলেত যান একমাসের জন্য। অক্টোবর মাসে ফিরে আসার পর পিতার আদেশে তাঁকে জমিদারি রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করতে হয়। এই দায়িত্ব পালনের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম বিচিত্র পথ খুঁজে পায়। এতদিন তিনি যে কাব্য, নাটক আর উপন্যাস লিখেছেন, তার সবই ছিল ভাবমূলক এবং বিশুদ্ধ কল্পনার বস্ত্ত। এবার তিনি লোকজীবনের কাছাকাছি যাওয়ার সুযোগ পান এবং অত্যন্ত ঘনিষ্ঠভাবে দরিদ্র মানুষের সাধারণ জীবন পর্যবেক্ষণ করেন। কবি কল্পনার জগৎ থেকে নেমে আসেন বাস্তব পৃথিবীর প্রত্যক্ষ জীবনে। ফলে রচিত হয় বাংলা সাহিত্যের অপূর্ব সম্পদ গল্পগুচ্ছের  গল্পগুলি। এছাড়া উত্তর পূর্ববঙ্গের প্রকৃতি অপরূপ রূপে প্রতিভাত হয় তাঁর ভ্রাতুষ্পুত্রী ইন্দিরা দেবীকে লেখা পত্রে, যেগুলি ছিন্নপত্র ছিন্নপত্রাবলী নামে সংকলিত হয়। জীবনের এই পর্বে রবীন্দ্রনাথ জমিদারি তদারকি উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন স্থান  শাহজাদপুরপতিসর, কালিগ্রাম শিলাইদহে ঘুরে বেড়ান। এই সূত্রেই শিলাইদহে গড়ে ওঠে একটি কবিতীর্থ। পদ্মাবক্ষে নৌকায় চড়ে বেড়ানোর সময় পদ্মানদী, বালুচর, কাশবন, সূর্যোদয়-সূর্যাস্ত, দরিদ্র জীবন এবং সেখানকার সাধারণ মানুষের হূদয়লীলা কবিকে গভীরভাবে আলোড়িত করে, যা পর্বের গল্পে কবিতায় প্রতিফলিত হয়েছে।

#রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপিত হচ্ছে ?- 
*
সিরাজ গঞ্জের শাহাজাদ পুরে তবে কুষ্টিয়ার কুটিবাড়িতে নওগাঁর পতিসরেও আলাদা ক্যাম্পাস থাকবে। দেশের ৩৮তম বিশ্ববিদ্যালয় এটি।
#বিবিসির বাংলা বিভাগ পরিচালিত জরিপে ( ২০০৪) সর্বকালের শ্রেষ্ঠ বাঙালির তালিকায় রবীন্দ্রনাথের স্থান কততম ?- ***২য় (প্রথম বঙ্গবন্ধু )
#রবীন্দ্রনাথ ঢাকায় আসেন কয়বার ?- ২বার ১৮৯৮ ১৯২৬।
১। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন >> ১৯২৬সালে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯২৬সালে কার্জন হলে ১ম বক্তৃতার নাম - The Meaning of Art ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯২৬সালে কার্জন হলে ২য় বক্তৃতার নাম -The Rule of the Giant
২।রবীন্দ্রনাথ কে ঢাকা বিশ্ববিদ্যালয় কবে ডি.লিট উপাধী দেয় ?- ১৯৩৬সালে
৩। আশীর্বাদ কর - তোমার স্মৃতি যেন তরুণ এই মুসলিম হলের অন্তরে চিরদিন রস নবনব কর্মপ্রেরণা সঞ্চার করেএই রবীন্দ্রনাথকে প্রার্থনাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারা করেছিল?- ১৯২৬সালে ১০ ফে: তত্কালীন মুসলিম বর্তমান সলিমুল্লাহ হলের ছাত্ররা।
৪। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাত্রদের অনুরোধে রবীন্দ্রনাথ কোন গীতিকবিতা রচনা করেছিল?--বাসন্তিকা (প্রথম পঙক্তি>>>> এই কথাটি মনে রেখো /তোমাদের এই হাসি খেলায় / আমি গান গেয়েছিলেম/ জীর্ণ পাতা ঝরার বেলায়। )
৫। রবীন্দ্রনাথ ঠাকুরের কয়টি ছদ্মনাম ?-৯টি। ভানুসিংহ ঠাকুর, অকপটচন্দ্র, আ্ন্নাকালী পাকড়াশী; দিকশূন্য ভট্টাচার্য ; নবীন কিশোর শর্মণ:; ষষ্ঠীচর দেবশর্মা;বাণীবিনোদ বিদ্যাবিনোদ; শ্রীমতি কনিষ্ঠা , শ্রীমতি মধ্যমা।
৬। কোন বাঙালি প্রথম গ্রামীন ক্ষুদ্রঋণ গ্রাম উন্নয়ন প্রকল্প প্রতিষ্ঠা করেন ?- রবীন্দ্রনাথ ( জন্য তিনি পুত্র রথীন্দ্রনাথ ঠাকুরকে আমেরিকার আরবানায় হিলিনয় বিশ্ববিদ্যালয়ে পাঠান কৃষি পশুপালন বিদ্যায় প্রশিক্ষণ উচ্চশিক্ষা গ্রহণ করতে)
৭। "বঙ্গভঙ্গ বিক্ষোভ"প্রামাণ্য চিত্রের পরিচালক কে?- রবীন্দ্রনাথ।
৮। ১৮৯২সালে রবীন্দ্রনাথ কলকাতা থেকে কুষ্টিয়ার শিলাইদহ আসেন এবং একটি কাব্য রচনা করেন তার নাম কি?- সোনার তরী।
০৯। লালনের গান কে সর্বপ্রথম সংগ্রহ করেন ?--রবীন্দ্রনাথ (২৯৮টি)
১০। রবীন্দ্রনাথের চৈনিক নাম কি?- চু চেন তান।
১১। রবীন্দ্রনাথ কে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কবে ডি.লিট উপাধী দেয় ?-১৯৪০সালে।
১২। রবীন্দ্রনাথ কে কলকাতা বিশ্ববিদ্যালয় কবে ডি.লিট উপাধী দেয় ?-১৯১৩সালে।
১৩। রবীন্দ্রনাথ নিজের আঁকা ছবিগুলোকে কী বলেছেন?- শেষ বয়সের প্রিয়া
১৪। আর্জেটিনার কোন মহিলা কবিকে রবীন্দ্রনাথ বিজয়া নাম দেন ?- ভিক্টোরিয়া ওকাম্পো (তাঁকে
উতসর্গ করেন পূরবী কাব্য)
১৫। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কোন রচনাটি নেতাজী সুভাষ চন্দ্র বসুকে উত্সর্গ করেন?উঃ তাসের দেশ।
আজি প্রভাতে রবির কর/ কেমনে পশিল প্রাণের পর ’’পঙক্তিটি কার ?- রবীন্দ্রনাথ ঠাকুর। (নির্ঝরের স্বপ্ন ভঙ্গ)
১৬। শান্তিনিকেতন /ব্রহ্মচর্যাশ্রম কতসালে প্রতিষ্ঠিত করে ?- ১৯০১সালে (কলকাতার অদূরে বোলপুরে।১৭। হিন্দু -মুসলমানদের মিলনের লক্ষ্যে রবীন্দ্রনাথ কোন উত্সবের সূচনা করেন ?- রাখিবন্ধন
‘’ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রীউক্তিটি কার ?- রবীন্দ্রনাথের।
১৮। রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ কাব্যসংকলনের নাম কি?- সঞ্চয়িতা।
১৯। রবীন্দ্রনাথ কাজী নজরুলকে কোন কাব্য উত্সর্গ করেন ?-বসন্ত(গীতিনাট্য ),নজরুল রবীকে > সঞ্চিতা
২০। রবীন্দ্রনাথ তাঁর কতটি নাটকে অভিনয় করেন ?- ১৩টি।
২১। রবীন্দ্রনাথের পরিবারের বংশের নাম কি ছিল ?- পিরালি ব্রাহ্মণ,পারিবারিক উপাধী - কুশারী।
২২। রবীন্দ্রনাথ তাঁর পিতামাতার চতুর্দশ সন্তান এবং অষ্টম পুত্র।
২৩। গীতাঞ্জলি প্রকাশ হয় > ১৯১০ সালে (নোবেল পুরস্কার ১৯১৩সালে)Songs of offerings নামে প্রকাশিত > ১৯১২সালে.গীতাঞ্জলি ভূমিকা লেখেন > ইংরেজি কবি ডব্লিউ বি ইয়েটস।
২৪। ১৯০৫ সালের বঙ্গভঙ্গের বিরুদ্ধাচারণ করে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গান >> ‘বাংলার মাটি বাংলার জল।
২৫। আমার সোনার বাংলা -- রচনা করেন গগণ হরকরার সুরের অনুকরণে।
২৬। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা
প্রথম উপন্যাস>করুণা, 
২৭। ১৮৭৭-৭৮ রবীন্দ্রনাথ ঠাকুরের 
প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ>কবিকাহিনী(১৮৭৮) 
প্রথম প্রকাশিত গীতিনাট্য>বাল্মীকিপ্রতিভা
(
১৮৮১) 
প্রথম গদ্যগ্রন্থ> য়্যুরোপ প্রবাসীর পত্র(১৮৮২), 
প্রথম প্রকাশিত উপন্যাস > বৌঠাকুরাণীর হাট( ১৮৮৩)
প্রথম প্রকাশিত প্রবন্ধগ্রন্থ>>‘বিবিধপ্রসঙ্গ(১৮৮৩)
প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস> চোখের বালি।
২৮। রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী গ্রন্থের নাম >> ‘জীবন স্মৃতি ছেলেবেলা।
২৯। রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্বনিবিজ্ঞানের উপর লেখা গ্রন্থের নাম> ‘শব্দতত্ত্ব।
২৯। প্রথম ছোট গল্প > ভিখারিনী
প্রথম উপন্যাস > করুণা
কারাগারে বন্দিদের উদ্দেশ্যে উত্সর্গ করেন> ‘চার অধ্যায়
৩০। রবীন্দ্রনাথ নাইট উপাধি পান > ১৯১৫ সালে
ত্যাগ করেন > ১৯১৯ সালে।
৩১। রবীন্দ্রনাথ ঠাকুরকেগুরুদেবসম্মানে ভূষিত করেন>মহাত্ম গান্ধী
৩২। রবীন্দ্রনাথ ঠাকুরকেবিশ্বকবিসম্মানে ভূষিত করেন>বহ্মবান্ধব উপাধ্যায়
৩৩। রবীন্দ্রনাথ ঠাকুরকেকবিগুরুউপাধিতে ভূষিত করেন> >> ক্ষিতিমোহন সেন।
৩৪। রবীন্দ্রনাথ ঠাকুরকেভারতের মহাকবিউপাধিতে ভূষিত করেন>চীনা কবি চি-সি-লিজন।
৩৫। শান্তিনিকেতন থেকে নোবেল চুরি হয় > ২৪মার্চ, ২০০৪সালে।
৩৬। বাংলা ছোটগল্পের জনক বলা > রবীন্দ্রনাথ ঠাকুরক।
৩৭। রবীন্দ্রনাথের জন্মশতবার্ষিকীতে বহির্বিশ্বের প্রথম কোন দেশ তাকে নিয়ে ডাকটিকেট প্রকাশ করে > ব্রাজিল
৩৮। রবীন্দ্রনাথকে নিয়ে চলচ্চিত্র করেছে >চীন
৩৯। বাংলাদেশ রবীন্দ্রনাথ কে নিয়ে ডাক টিকিট প্রকাশ করে> ৫০তম মৃত্যুবার্ষিকীতে, ৭আগস্ট, ১৯৯১সালে।
০১/ রবীন্দ্রনাথ এর প্রথম রচনা সংকলন -চয়নিকা
০২/ রবীন্দ্রনাথ এর রাজর্ষি উপন্যাস কোন পত্রিকায় প্রকাশ হয় ? -বালক পত্রিকা
০৩/ রবীন্দ্রনাথ এরউৎসর্গকি? - টি কাব্য গ্রন্থ
০৪/ গীতাঞ্জলি কয়টি গানের সংকলন?-(১৫৭ ) টি
০৫/ রবীন্দ্রনাথ এর কোন উপন্যাসটি ছোট গল্পধর্মী ? -নষ্টনীড়
০৬/রবীন্দ্রনাথ এর কোন গল্পটি উপন্যাস ধর্মী ? “চতুরঙ্গ
০৭/ “চার অধ্যায়কোণ ধরনের উপন্যাস?রাজনৈতিক
০৮/ রবীন্দ্রনাথ এর কোন নাটকের প্রথম নাম ছিল পথ ? “মুক্তধারা 
০৯/ “কালান্তররবীন্দ্রনাথ এর কি ? ভারত বর্ষের রাজনৈতিক সমস্যা বিষয়ক প্রবন্ধের সংকলন।
১০/রবীন্দ্রনাথ এর সর্বশেষ গদ্যরচনা কোনটি ? সভ্যতারসঙ্কট।
১১/ রবীন্দ্রনাথ এর বিজ্ঞান বিষয়ক গ্রন্ত ? --------বিশ্ব পরিচয়
১২/ রবীন্দ্রনাথ এর চিরকুমার সভা কি ?? - টি কৌতুক নাটক
১৩/ রবীন্দ্রনাথ এর আত্মজীবনী কোনটি ? “জীবনস্মৃতি
১৪/ রবীন্দ্রনাথ এর নটির পূজা নাটকটি কোন ধর্মের কাহিনী ? -বুদ্ধ ধর্ম
১৫/“ মানুষের উপর বিশ্বাস হারানো পাপএটা কোন গদ্যরচনা এর লাইন -[সভ্যতারসংকট]
১৬/ ছিন্নপত্র কাঁকে লেখা চিঠি এর সমাহার -ভাতিজি ইন্দিরা দেবী
১৭/ “পঞ্চভূত”” রবীন্দ্রনাথ এর কি ? -প্রবন্ধ গ্রন্থ। ১৮/“সেরবীন্দ্রনাথ এর কি ? -গল্প গ্রন্থ।
১৯/রবীন্দ্রনাথ কোন টি পত্রিকা সম্পাদনা করেন? -সাধনা+ভারতি+বঙ্গদর্শন + তত্ত্ববোধনী
২০/ মারা যাওয়ার পরে প্রকাশিত গ্রন্থ -শেষ লেখা (১৯৪১) এবং ছড়া (১৯৪১)
২১/রবীন্দ্রনাথের নাটক সমূহ- রক্তকরবী, তাসের দেশ , ডাকঘর, বসন্ত, চণ্ডালিকা , চিরকুমার সভা , বৈকুন্ঠের খাতা, রাজা , অচলায়তন, বিসর্জন , প্রায়শ্চিত্ত ইত্যাদি।
২২/নষ্টনীড় কি?- রবীন্দ্রনাথের উপন্যাসধর্মী ছোটগল্প।
1.     জাতীয় সংগীত যে লাইনটা আমরা গেয়ে শুরু করি। তা যে কবিতা থেকে সংকলিত হয়েছে তার 17 তম লাইন।
2.    অধিকার ছাড়িয়া দিয়া....,
অধিকার রাখিবার মতো বিড়াম্বনা....!
পৃথিবীতে আর একটাও নাই.....!!!
কবি রবীন্দ্রনাথ ঠাকুর (হৈমন্তি গল্প থেকে নেওয়া)
3.     'ফ্যাশনটা হল মু‌খোশ, স্টাইলটা হ‌লো মুখশ্রী' এই বিখ্যাত সংলাপ বিশ্বক‌বিরবীন্দ্রনাথ ঠাকু‌রের কোন উপন্যাস থে‌কে নেওয়া হ‌য়ে‌ছে? শে‌ষের ক‌বিতা
4.     * জাতীয় সংগীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর !
*1905
বঙ্গভঙ্গ আন্দোলোনের সময়ে এটি রচিত
*
এটি কবির গীতবিতান গ্রন্থের স্বরবিতান অংশভূক্ত
**
চলচিত্রকার জহির রায়হান 1970 সালে জীবন
থেকে নেওয়া চলচিত্রে এর গানের চিত্রায়ন করেন
*1971
সালের 3 মার্চ পল্টন ময়দানে ঘোষিত স্বাধীনতার ইসতিহারে এই গানকে জাতীয় সংগীত হিসাবে ঘোষনাদেওয়া হয়
*1972
সালের 16 ডিসেম্বর থেকে দেশের সংবিধানে এই গানকে জাতীয় সংগীতের মর্যাদা দেওয়া হয়
*25
চরন বিশিষ্ট কবিতার 1 10 চরন বাংলাদেশের জাতীয় সংগীত এটির ইংরেজী অনুবাদ করেন সৈয়দ আলী আহসান
5.     **চলচিত্রকার জহির রায়হান 1970 সালে #জীবন থেকে নেওয়া চলচিত্রে এর গানের চিত্রায়ন করেন. **1971 সালের 3 মার্চ পল্টন #ময়দানে ঘোষিত স্বাধীনতার
ইসতিহারে এই গানকে জাতীয় সংগীত হিসাবে ঘোষনা দেওয়া হয়
-
**1972
সালের 16 ডিসেম্বর থেকে দেশের সংবিধানে এই
গানকে জাতীয় সংগীতের মর্যাদা দেওয়া হয়
-
**
এটি ছিল মূলত কবিতা
-
**25
চরন বিশিষ্ট কবিতার 110 চরন বাংলাদেশের জাতীয়
সংগীত এটির ইংরেজী অনুবাদ করেন সৈয়দ আলী আহসান।

6.     রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ লেখা শেষ ছবি আজ ৩০শে জুলাই ১৯৪১ সালে এইদিনেই রবীন্দ্রনাথ সৃষ্টি করলেন তাঁর শেষ কবিতাটি নিজের হাতে লেখার ক্ষমতা ছিলনা - তাই সেদিন সকাল বেলায় জোড়াসাঁকো বাড়ীতে ( রচনাবলীতে সময় দেওয়া আছে - সকাল সাড়ে নটা ) এই কবিতা তিনি মুখে বলে গিয়েছিলেন শায়িত অবস্থায় - শুনে শুনে তা লিখে নেওয়া হয়েছিল। তার পর তাঁর অপারেশনের প্রস্তুতি, পরে অপারেশন এবং শেষে সেই বিফল অপারেশানের পর শেষ দিন অবধি তাঁর আচ্ছন্নতা - এর মধ্যে নতুন সৃষ্টির অবকাশ আর পাওয়া গেলনা। আজ সেই শেষ লেখার সঙ্গে তাঁর শেষ পাওয়া ছবি - ২৫শে জুলাই শেষবারের মত শান্তিনিকেতন থেকে চলে আসার সময় গাড়ীতে তোলা।
তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি
বিচিত্র ছলনাজালে,
হে ছলনাময়ী।
মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিপুণ হাতে
সরল জীবনে।
এই প্রবঞ্চনা দিয়ে মহত্ত্বেরে করেছ চিহ্নিত;
তার তরে রাখ নি গোপন রাত্রি।
তোমার জ্যোতিষ্ক তা'রে
যে-পথ দেখায়
সে যে তার অন্তরের পথ,
সে যে চিরস্বচ্ছ,
সহজ বিশ্বাসে সে যে
করে তা'রে চিরসমুজ্জল।
বাহিরে কুটিল হোক অন্তরে সে ঋজু,
এই নিয়ে তাহার গৌরব।
লোকে তা'রে বলে বিড়ম্বিত।
সত্যেরে সে পায়
আপন আলোকে ধৌত অন্তরে অন্তরে।
কিছুতে পারে না তা'রে প্রবঞ্চিতে,
শেষ পুরস্কার নিয়ে যায় সে যে
আপন ভান্ডারে।
অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে
সে পায় তোমার হাতে
শান্তির অক্ষয় অধিকার।
জোড়াসাঁকো। কলকাতা ৩০ জুলাই ১৯৪১ সকাল সাড়ে নয়টা
7.     সব কিছু অন্যের কাছ থেকে ধার নেওয়া যায় . কিন্তু ধর্ম অন্যের কাছ থেকে নিলে, সেটা বাচায় না - মারে! রবীন্দ্রনাথ


                   

Post a Comment

1 Comments

  1. It an very informative blog. For more education related post you can also visit BCS Preparation

    ReplyDelete